ওয়েব ডেস্ক: কলকাতায় আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস! সল্টলেকে সেক্টর ফাইভে (Saltlake Sector 5) উদ্ধার হল ভুয়ো কল সেন্টারের। পুলিশের কাছে আগেই খবর ছিল আন্তর্জাতিক এই ভুয়ো কল সেন্টার সম্পর্কে। তারপরেই কদিন আগে বিধাননগর সাইবার থানার পুলিশ সেখানে তদন্ত চালিয়ে গ্রেফতার করে তিনজনকে। আর সেই তিনজনকে জেরা করেই উঠে আসে মূল পাণ্ডার নাম।
জানা যাচ্ছে, কদিন আগেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তিনজনকে। সেই তিনজনকে জেরা করেই উঠে আসে আরও বেশ কয়েকজনের নাম। সেই সূত্র ধরেই গতকাল অর্থাৎ সোমবার ফের তদন্তকারীরা অভিযানে নেমে গ্রেফতার করে আরও চারজনকে। গ্রেফতার করা হয় চক্রের অন্যতম পাণ্ডা শুভ্রনারায়ণ দাস মণ্ডলকে।
আরও পড়ুন: ফের দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? কেন্দ্রের ঘোষণায় জল্পনা
পুলিশ সূত্রে খবর, মার্চ মাসের শেষের দিকে সামনে এই আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস হয়েছিল। উদ্ধার হয়েছিল তিন কোটি টাকাও।
ভুয়ো কল সেন্টার ছিল এই খবর সামনে আসার পরেই বিধাননগর থানার পক্ষ থেকে চলে তদন্ত। যাদের কদিন আগে গ্রেফতার করা হয়, তাদের জেরা করেই উঠে আসে অনেক তথ্য। আর সেই তথ্য ধরেই সোমবার রাতে নরেন্দ্রপুর এলাকায় হানা দেন তদন্তকারীরা। নরেন্দ্রপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় চক্রের অপর চারজনকে। উদ্ধার করা হয় বেশ কিছু মোবাইল এবং ল্যাপটপ।
তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্তরা কল সেন্টারের আড়ালে এই প্রতারণা চক্র চালাত। ভুয়ো কল সেন্টার থেকে বহু মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, বহু মানুষকে ফোন কলের মাধ্যমে প্রতারিত করা হত। তদন্তকারীরা জানাছেন ধৃতদের জেরা করে সামনে আসে প্রচুর তথ্য। আজ মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় সকল অভিযুক্তকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ইতিমধ্যেই তদন্ত করে পুলিশের হাতে এসেছে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে, টি ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোন।
দেখুন অন্য খবর