কলকাতা: দেড় ঘণ্টা পার, এখনও চলছে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক। সোমবার মুখ্য সচিব মনোজ প্রান্তের তরফে জুনিয়র ডাক্তারদের কাছে ফের বৈঠকে বসার বার্তা আসে। তারপরই জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত, তারা কালীঘাটে বৈঠকে যাবেন। সেইমতো সাড়ে ছটার কিছু পর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বৈঠক শুরু করেন জুনিয়র ডাক্তাররা।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। পাঁচ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হয়েছে বৈঠক। বাড়িতে যে ঘরে বসে কাজ করেন তিনি, সেখানেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে চলছে আলোচনা। স্টেনোগ্রাফার নিয়ে মমতার বাড়িতে প্রবেশের অনুমতি মেলে ডাক্তারদের। কালীঘাটে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা।
জুনিয়র ডাক্তাররা জানান, আগের দিন যে সংখ্যক প্রতিনিধি ছিলেন তাঁরা সবাই থাকবেন। পাঁচদফা দাবি নিয়ে আলোচনা হবে। আজকের বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং হবে না বলে জানানো হয়েছে। তবে আলোচনা শেষে দু’পক্ষের সই-সহ আলোচনার সারসংক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকেরা বলেন, ওঁনারা বলছেন, আমরা বৈঠক করতে চাই না। আমাদের ঔদ্ধত্য রয়েছে। এটা ভুল। আমরা দেখতে চাই, ওঁরা কতটা কথা বলতে চান। আমাদের ন্যায় বিচারের লড়াই। তাঁরা ন্যায়বিচারের লড়াইকে কতটা নিয়ে যেতে পারেন, দেখছি। আগামিকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সেখানে সব তথ্য তুলে ধরা হবে। আদালত দেখবে আমরাও নমনীয় হয়েছি।