কলকাতা: দাবিতে অনড় থেকে নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ইমেল মারফত মুখ্যসচিবকে জানান তাঁরা। আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা নবান্নে যাবেন।
এদিন তাঁরা সাংবাদিক বৈঠক করে জানান, পাঁচ দফা দাবি নিয়েই আন্দোলনে যাবেন তাঁরা। রাজ্য সরকারের সঙ্গে সদর্থক আলোচনায় লুকনোর কিছু নেই। নবান্নের বৈঠকের সঙ্গে স্বাস্থ্য ভবনের অবস্থানের কোনও সম্পর্ক নেই। মুখ্যসচিবের তরফে আসা চিঠিকে সদর্থক মনে করা হচ্ছে। নবান্নে সমঝোতা নয়, সমাধান করতে যাচ্ছি। আমরাও কাজে যোগ দিতে চাই। লাইভ সম্প্রচার করতে হবে।
আরও পড়ুন: বিকেল ৫টায় বৈঠকের ডাক, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের
উল্লেখ্য, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ডেকেছিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছিল।