কলকাতা: আরজি কর কাণ্ডের (R G Kar Incident) একমাস পেরিয়ে গিয়েছে। তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। আপাতত সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। তার আগে আজ, রবিবার আবার চিকিৎসা জগতে নয়া মোড়। আরও বিপাকে তিন চিকিৎসক। ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে এবং ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হল বউবাজার থানায়। এদিন বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোট ৪৬ জুনিয়র ডাক্তার। বিরুপাক্ষদের বিরুদ্ধে ইমেল করে অভিযোগ দায়ের করেছেন জুনিয়র ডাক্তাররা, এমনটাই পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ এবং প্রাক্তন আরএমও অভীকেরা। তাঁদের নামে ভূরিভূরি অভিযোগ প্রকাশ্যে এসেছে। তাঁরা সন্দীপ ঘনিষ্ঠ বলেই অভিযোগ।
এছাড়াও তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কলেজে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ উঠেছে। পাশাপাশি, আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে অভীকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এসএসকেএম হাসপাতালে অভিক দে-র পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তোলে একাধিক চিকিৎসক সংগঠন। ইতিমধ্যেই বিরূপাক্ষদের সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর।
আরও খবর দেখুন