কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ, ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরদের। এ নিয়ে গুজব ছড়ায় যে তাহলে কি অবস্থান তুলে দেওয়ার জন্য কোনও চাপ আসছে? এ বিষয়ে প্রশ্ন করা হলে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তার বক্তব্য, ডেকরেটার ভুলবশত ওই প্যান্ডেল খুলেছিল। এই প্যান্ডেল অন্য কোথাও লাগানোর কথা ছিল। তাদের পরে ভুল বোঝাবুঝিতে মিটে যায় এবং আর প্যান্ডেল খোলা হয়নি। পুলিশের তরফে কোনও চাপ দেওয়া হয়নি।
এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনীশ সরকার কলকাতা টিভিকে জানিয়েছেন, পুলিশের তরফে কোনওরকম চাপ প্যান্ডেল খোলা নিয়ে দেওয়া হয়নি। জুনিয়র ডাক্তারদের যদি এই বিষয়ে কোনও কথা বলার থাকে, তাহলে পুলিশের সঙ্গে তাঁরা কথা বলবেন। তবে পুলিশের তরফ থেকে কোনও চাপ দেওয়া হয়নি।
এরই মধ্যে প্রশ্ন উঠছে, বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা ফের নিজেদের দাবিগুলি খসড়া আকারে কখন ইমেল মারফত মুখ্যসচিবকে পাঠাবেন, সেই ইমেলে কী কী থাকবে, সেইদিকে তাকিয়েই প্রহর গুনছে সারা রাজ্য।
আরও পড়ুন: গোটা আলোচনাটাই হতাশাজনক, কর্মবিরতি চলবে, বললেন ডাক্তারেরা
বুধবার দীর্ঘ ৫ ঘণ্টা ধরে চলে মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। নবান্ন থেকে বেরিয়েই জুনিয়র ডাক্তাররা বলেন, গোটা আলোচনাটাই হতাশাজনক। কর্মবিরতি চলবে বলে জানিয়ে দেন তাঁরা। বুধবার সকালে তাঁরা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক হবে। ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়েছে। মুখ্যসচিবের ইমেল পাওয়ার পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়।