কলকাতা: বুধবার দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। নবান্ন থেকে বেরিয়েই জুনিয়র ডাক্তাররা বলেন, গোটা আলোচনাটাই হতাশাজনক। কর্মবিরতি চলবে বলে জানিয়ে দেন তাঁরা। বুধবার সকালে তাঁরা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জুনিয়র ডাক্তারদের ৩০ জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক হবে। ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়েছে। মুখ্যসচিবের ইমেল পাওয়ার পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়।
তবে বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো বলেন, আন্দোলনের ৪০ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ছিল আমাদের। হাসপাতালগুলিতে নিরাপত্তা, থ্রেট কালচার, ছাত্র সংসদ নির্বাচন, কলেজে কলেজে টাস্ক ফোর্স এই সব দাবি নিয়ে আলোচনা হয়েছে। কার্যবিবরণী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি। বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। তিনি আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন। আমরা কাজে ফিরতে চাই। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের দুটো দাবি মেনে নিল রাজ্য
তাঁরা আরও বলেন, আজকের আলোচনা অত্যন্ত হতাশাজনক। সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে। ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনবে। মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস। আমাদের দাবির কার্যকর করতে সরকারের অনীহায়।
দেখুন আরও অন্যান্য খবর: