Placeholder canvas
HomeBig newsআমার বাঁ হাত-পা অসাড় হয়ে আসছে, শরীর অসুস্থ, জানালেন বালু

আমার বাঁ হাত-পা অসাড় হয়ে আসছে, শরীর অসুস্থ, জানালেন বালু

কলকাতা: শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসাপাতালের উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, তাঁর বাঁ হাত-পা প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। তাঁর দাবি, আগামী ১৩ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে। এদিন জ্যোতিপ্রিয়কে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করাতে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বালুর মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, তা নিয়ে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। তবে মন্ত্রিসভার বৈঠকে বালুর দফতর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। বালু গ্রেফতার হওয়ার পর থেকেই বন দফতরের দায়িত্ব প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রী তাঁর কাজেও বেশ খুশি। বীরবাহার স্বচ্ছ ভাবমূর্তি এবং ব্যবহারে বনকর্তাদের অধিকাংশই সন্তুষ্ট। তাই বালুর অনুপস্থিতিতে বনদফতর যাবতীয় কাজ আপাতত বীরবাহাই (Birbaha Hansda) সামলাবেন বলে মমতা জানিয়ে দিয়েছেন। গ্রেফতার হওয়ার দিন পাঁচেকের মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দলের মহাসচিব পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তারপর তৃণমূলে ওই পদের আর কোনও অস্তিত্বই নেই।

দেখুন আরও অন্য়ান্য খবর:

Howrah | হাওড়ায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, ছড়িয়ে পড়ে সংলগ্ন পাট-প্লাস্টিকের গোডাউনেও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments