কলকাতা: মেট্রো স্টেশনে সোনা ও হীরের গয়না উদ্ধার। মঙ্গলবার ঘণ্টা দেড়েকের ব্যবধানে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (M G Road Metro) দুই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ গয়না উদ্ধার (Ornaments recovered from metro station) করেছেন কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। স্ক্যানারে ব্যাগ পরীক্ষা করার সময় ধরা পড়ে ওই গয়না। মেট্রো কর্তৃপক্ষ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দুটি ঘটনার কথা জানিয়েছে। উপযুক্ত নথিপত্র না থাকায় দুই ব্যক্তিকেই জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয় আরপিএফ।
মেট্রোরেলের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে এক ব্যক্তির ব্যাগ থেকে সোনা ও হীরের গয়না পাওয়া গিয়েছে। ১১১ গ্রাম সোনা ও ৭ ক্যারাট হীরের ওই গয়নার আনুমানিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা। ব্যাগের মালিক উপযুক্ত নথিপত্র দেখাতে পারেননি। এর ঘণ্টা দেড়েক পর ওই স্টেশনেই স্ক্যানারে ধরা পড়ে আরও একটি সন্দেহজনক ব্যাগ। ওই ব্যাগ পরীক্ষা করে দেখা যায়, তাতেও সোনা এবং হীরের গয়না রয়েছে। ওই গয়নার মূল্য সাড়ে ১৩ লক্ষ টাকা। সেই ব্যাগের মালিকও কোনও কাগজপত্র দেখাতে পারেননি। দুজনকেই আরপিএফ জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয়।
আরও পড়ুন: Birbhum Violence: রামপুরহাটের ঘটনা জঘন্য অপরাধ, দ্রুত শাস্তি দিক রাজ্য, বার্তা মোদির