কলকাতা: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই আজ বুধবার, ১৪ অগাস্ট ডাক দেওয়া হয়েছে রাত দখলের (Reclaim the Night)। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা।
তবে শুধু এ রাজ্যেই নয়, তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তেও উঠেছে রাত দখলের ডাক। দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতেও হবে আজ রাত দখল। এমনই আবহে রাত দখলের কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা করলেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ধৃতকে সিবিআইয়ের হাতে তুলে দিল পুলিশ
একটি ভিডিও বার্তায় কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘গত দু’তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে অনুরোধ এসেছে, ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে। অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে।’’
তাঁর বার্তা অনুযায়ী, অন্যান্য দিন দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। সেই পরিষেবায় আজ কোনও পরিবর্তন হচ্ছে না। তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হবে। রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে থাকবে।
#Additional #Metro services to be run tonight on #BlueLine. pic.twitter.com/in6OPtC0OK
— Metro Railway Kolkata (@metrorailwaykol) August 14, 2024
আরও খবর দেখুন