কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সিবিআইয়ের তলবে সোমবার চতুর্থবারের মতো সিজিও কমপ্লেক্সে হাজির হন। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রকাশ্যে নির্যাতিতার নাম নেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: রেইকি করতেই কি রাত ১১টায় চারতলায় গিয়েছিল সঞ্জয়?
অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল, তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই।
আরও খবর দেখুন