কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার সকাল ১০টা ৩২ মিনিটে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে হাতে তুলে দিল কলকাত পুলিশ। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় সঞ্জয়কে। সঙ্গে প্রচুর নথিও আনা হয়।
মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। গতকাল সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল টালা থানায় গিয়ে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে।
আরও পড়ুন: আজই আরজি কর কাণ্ডে ধৃতকে হেফাজতে নিতে পারে সিবিআই
সিবিআই সূত্রে খবর, বুধবারই আরজি কর হাসপাতালে যেতে পারে সিবিআইয়ের বিশেষ দল। ঘুরে দেখবে ঘটনাস্থল। সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞেরাও থাকতে পারেন।
দেখুন আরও অন্যান্য খবর: