কলকাতা: ডাক্তারি পড়ুয়ারদের জন্য হেল্পলাইন নম্বর(১৮০০৩৪৫৫৬৭৮) চালু করল কলকাতা পুলিশ। রবিবার হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানান তিনি। পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চন্দন গুহকেও সরানো হয়েছে বলে জানান তিনি।
এদিন পুলিশ কমিশনার বলেন, আমরা একটা হেল্পলাইন নম্বর চালু করে দেব, সেখানেও ফোন করে কারও কিছু বলার থাকলে বলতে পারেন। পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইমেল আইডিও দেওয়া হবে।
রবিবার আরজি করের চিকিৎসকদের সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠক করে বেশকিছু দাবি জানানো হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার, তাঁর বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত এবং প্রাণদণ্ড দেওয়া। পাশাপাশিই অভিযুক্তের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজে যে প্রমাণ মিলেছে এবং ময়নাতদন্তের রিপোর্টে যা পাওয়া গিয়েছে তা আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদেরও সবিস্তার জানাতে হবে। সেই অনুযায়ী পুলিশ জানিয়েছে, চিকিৎসকেরা ৫ জনের একটি কমিটি গঠন করবে। সেই কমিটিতে চিকিৎসকদের দাবি মেনে ময়না তদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ দেখানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।