কলকাতা: আরজি কর-কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ এবার দুই চিকিৎসককে ডেকে পাঠাল লালবাজার। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর জন্য বেশ কয়েক জনকে তলব করেছিল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রেই খবর, ওই দুজনের মধ্যে এক চিকিৎসক আবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও ভুয়ো তথ্য ছড়িয়েছিলেন।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে প্রথম থেকেই সরব ছিল লালবাজার। এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি করের তদন্তভার এই মুহূর্তে আর লালবাজারের হাতে নেই অবশ্য। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু সমাজমাধ্যমে যাঁরা ভুয়ো তথ্য ছড়িয়েছেন গত কয়েক দিন ধরে, এখন তাঁদের তলব করতে শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: মমতার মতোই মিনাক্ষীর আবেদন, চিকিৎসকরা পরিষেবা দিন