কলকাতা: শুক্রবার ১১টা নাগাদ বিধানসভায় পৌঁছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। তাঁকে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্যেরা। শ্রদ্ধা জানাতে দেখা যায় এক সময় সিপিএমে বুদ্ধদেবের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা, অধুনা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় থাকবে বুদ্ধদেবের মরদেহ। তারপর সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে পৌঁছবে বুদ্ধদেবের মরদেহ। রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের শেষ সেনাপতি বুদ্ধদেবকে শেষ দেখা দেখতে ইতিমধ্যেই সিপিএমের দলীয় দফতরে এসে উপস্থিত হয়েছেন সিপিএমের কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন: বুদ্ধদেবের কর্নিয়া পেয়ে অন্ধত্ব ঘুচল ২ জনের
শুক্রবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা হবে। বৃহস্পতিবার তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে। তার পরে শেষযাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ থাকার পর সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হচ্ছে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকাল ৩টে পর্যন্ত।
দেখুন আরও অন্যান্য খবর: