কলকাতা: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে এক অডিও ভাইরাল হয়েছিল (তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার দায়ে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta) গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। শুক্রবার সন্ধেয় কলকাতা টিভিতেই প্রথমবার মুখ খুলেছিলেন কলতান। কলকাতা টিভির (Kolkata TV) জনপ্রিয় অনুষ্ঠান ‘বাংলা বলছে’ চলাকালীন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর প্রশ্নে বাম নেতা এই ষড়যন্ত্রে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন। পরের দিন গ্রেফতার হতে হল তাঁকেই।
কলকাতা ঠিক টিভিতে কী বলেছিলেন কলতান?
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের নজরদারিতে স্বাস্থ্য ভবনের বাইরে বসছে সিসিটিভি
ভাইরাল অডিও পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছিলেন, কিছু বাম এবং অতি বাম সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র করছে যাতে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলা যায়। এই অভিযোগ খারিজ করে ডিওয়াইএফআই নেতা কলতান বলেন, “এই অভিযোগ একেবারেই মিথ্যা। এ ধরনের চক্রান্ত কোনওদিনই বামপন্থী সংগঠন করেনি। কারা আন্দোলন করছেন এবং কারা এই আন্দোলন ভাঙতে চাইছে তা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা ধরনের অডিও ক্লিপ সামনে আনা হচ্ছে যাতে এই আন্দোলনটাকে ভাঙা যায়।”
কলতান আরও বলেন, “আমরা এর আগেও অডিও ভাইরাল হতে দেখেছি, তার সত্যতা তো জানি না। তবে সরকার এখন চাইছে যে কোনওভাবে এই আন্দোলন ভেঙে দিতে। তাই এর জন্য নানারকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এটা তারই অংশ।”
প্রসঙ্গত, ফোনালাপের ওই অডিওয় দু’জন একে অপরকে ‘স’ এবং ‘ক’ বলে সম্বোধন করছিলেন। শুক্রবার রাতেই সঞ্জীব দাস নামে এক ব্যক্তি ধরা পড়েছিলেন। মনে করা হচ্ছে, সঞ্জীবই হলেন ‘স’। এরপর খোঁজ চলছিল ক-এর। পুলিশের ধারণা কলতানই সেই ‘ক’।
দেখুন খবর: