হাওড়া: লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন। বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা। মঙ্গলবার সকালে পূর্ব রেলের হাওড়া ডিবিশনের লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল আচমকাই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় করিয়ে দেয় চালক। আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও, বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। সকাল থেকে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইভিএম চুরির অভিযোগ, এসডিপিওকে গালিগালাজ সৌমিত্রর