কলকাতা: প্রাক্তন বিজেপি সাংসদ ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)-কে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের নাম-পরিচয় প্রকাশের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে বলেই জানা যাচ্ছে। রবিবার বিকেলে তাঁকে কলকাতা পুলিশের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি নির্যাতিতার নাম প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য দুই চিকিৎসককেও তলব করেছে লালবাজার (Lalbazar)। এছাড়া, গত ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতাল চত্বরে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির সময় হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কেও।
আরও পড়ুন: পুলিশ কমিশনারের গ্রেফতারি চান তৃণমূলেরই সাংসদ!
প্রসঙ্গত, সম্প্রতি মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আর জি কর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় বার বার অশান্তি ছড়িয়েছে। প্রতিদিনই প্রায় কোনও না কোনও সংগঠন ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। মঞ্চ বেঁধে ধরনা চলছে বিজেপির। এমন পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে ১৪৪ ধারা (ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা) জারি করেছে কলকাতা পুলিশ। শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জারি থাকবে ১৪৪ ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না।
দেখুন বিস্তারিত খবর