কলকাতা: মাধ্যমিকের (Madhyamik 2024) পরিবর্তিত সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ। সব পক্ষের উপস্থিতিতেই শুনানি সম্ভব বলে বুধবার জানিয়ে দিলেন বিচারপতি বসু। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
এদিন মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বহুদূর থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসেন। এত সকালে পরীক্ষা হলে তারা সময়মতো পৌঁছতে পারবেন না। তাই মাধ্যমিকের পরিবর্তিত সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক। এর প্রেক্ষিতেই বিচারপতি বসু সবপক্ষের উপস্থিতিতে শুনানি সম্ভব বলে জানিয়ে দেন।
আরও পড়ুন: বুধের বৃষ্টি, শীতের দাপুটে ব্যাটিংয়ের মাঝেই বাড়ল তাপমাত্রা
দুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার সময় পিছনোর দাবিতে মামলা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের প্রায় ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর অসুবিধা বিবেচনা করা হয়নি। বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গেও আলোচনা হয়নি। তারপরেও ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সকাল ৯:৪৫ মিনিট থেকে দুপুর ১:০০টা পর্যন্ত পরীক্ষা হবে। জানানো হয় আদালতকে। সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ। তাই নতুন সময় রদ করে পূর্বের সময় অনুসারে মাধ্যমিক পরীক্ষা (Examination) নেওয়ার দাবি জানানো হয়।
মধ্যশিক্ষা পর্ষদকে ১৯ জানুয়ারি লিখিত ভাবে ইমেল করে অনুরোধ করা হয়। কিন্তু পর্ষদ কোনওরকম সদর্থক পদক্ষেপ করেনি। আদালতে অভিযোগ জানান মামলাকারীর।
দেখুন আরও অন্যান্য খবর: