কলকাতা: ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ব্যবধানে শুক্রবার মোদিকে লেখা চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা। গত ২২ অগাস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটি লিখেছিলেন তিনি। শুক্রবারের চিঠির গোড়াতেই সে কথা মনে করিয়ে দিয়ে মমতা। চিঠিতে মমতা লেখেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা সেই চিঠির কোনও জবাব এখনও পর্যন্ত আসেনি। তবে প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরজি কর-কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত ২২ অগাস্ট চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছিলেন, প্রতিদিন দেশে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেক ঘটনায় নির্যাতিতাকে খুনও করা হয়। তাই নৃশংস ঘটনা বন্ধ করার জন্য কঠোর কেন্দ্রীয় আইন আনা দরকার বলে দাবি করেছিলেন তিনি।
আরও পড়ুন: নির্যাতিতার বাড়িতে ফোনের নির্দেশ দেননি, সিবিআইয়ের কাছে দাবি সন্দীপের
পরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখে জানান, ধর্ষণ ও শিশুদের উপর নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছে।
I have written this letter to the Hon’ble Prime Minister of India in connection with an earlier letter of mine to him. This is a second letter in that reference. pic.twitter.com/5GXKaX6EOZ
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2024
দেখুন আরও অন্যান্য খবর: