কলকাতা: সোমবার কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্য সরকারের তরফে শেষবার অর্থাৎ পঞ্চমবারের জন্য বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কালীঘাটের বাড়িতে যোগ দিতে যাবেন জুনিয়র ডাক্তাররা।
তবে বেশকিছু শর্ত দিয়েছেন তাঁরা। ইমেল-এ তাঁরা লিখেছেন, ভিডিয়োগ্রাফি হবে দু’ তরফে। সম্ভব না হলে প্রশাসনের তরফে ভিডিয়োগ্রাফি করে মিটিং শেষেই ভিডিয়ো ফাইল হস্তান্তর করতে হবে। তাতেও রাজি না হলে দু’পক্ষের তরফে মিনিটস রেকর্ড করবে। জুনিয়র চিকিৎসকদের তরফে একজনকে নিয়ে যাওয়া হবে সেই কাজে। কাজ শেষ হলেই বৈঠকের স্বাক্ষরিত কপি তাঁরা নিয়ে আসবেন। প্রথম প্রস্তাবে রাজি না হলে দ্বিতীয়, দ্বিতীয়তে রাজি না হলে তৃতীয়।
এদিন মুখ্যসিবের দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসার বার্তা দেওয়া হয়েছিল ডাক্তারদের। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এরপর তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আজ বিিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দেওয়ার কথা জানান।
আরও পড়ুন: ফের জুনিয়র জাক্তারদের বৈঠকে বসার বার্তা দিয়ে চিঠি মুখ্যসচিবের
মুখ্যসচিবের আজকের দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে ডুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছিল। কিন্তু শীর্ঘ আদালতের নির্দেশ পালন করেননি চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমদের কর্তব্য। তাই এবার শেষ ও পঞ্চমবার মুখ্যমন্ত্রী বৈঠকে বসার জন্য আপনাদের অনুরোধ করেছেন। সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধিরা কালীঘাটে বৈঠকের জন্য এসেছিলেন, তাঁদেরই সোমবারও আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে অনুরোধ করা হচ্ছে। এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।
দেখুন আরও অন্যান্য খবর: