কলকাতা: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বিজেপি-সিপিএমকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) দোষীদের ফাঁসির দাবিতে পথে নামেন মুখ্যমন্ত্রী। মিছিল করে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, আরজি করে ওইদিন সিপিএম আর বিজেপি ভাঙচুর চালিয়েছে। গেছিল তো আরজিকরের প্রমাণ লোপাট করতে। ভুল করে চারতলার বদলে তিনতলায় চলে গিয়েছিলেন। এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হল। আন্দোলনের মধ্যেই আমার জন্ম, মৃত্যু হবে। জাতীয় পতাকা নিয়ে গুন্ডামি ক্রিমিনাল অফেন্স।
পাশাপাশি আরজি করে ভাঙচুরের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, রাজনীতির নাম করে বাংলায় আগুন লাগালেন। স্ক্যান ভেঙে দিয়ে এলেন। একটা হাসপাতাল তৈরি করতে গেলে কত জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, কত টাকার জিনিস নষ্ট হয়েছে। বলল, বলতে পারছি না। ৫০ কোটি টাকার বেশি হতে পারে। ১০০ কোটি টাকাও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি এবং সিপিএম? যাঁরা বড় কথা বলছেন, টাকা তুলে গুন্ডাদের টাকা দিচ্ছেন? হাসপাতাল গুন্ডামির জায়গা নয়। সেবা দেওয়ার জায়গা। মমতা চিকিৎসক এবং নার্সদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ফের দোষীদের ফাঁসির দাবি মমতার
দেখুন আরও অন্যান্য খবর: