কলকাতা: আরজি করের ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজভবনে চা চক্রে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, গতকাল আরজি করে রাজনৈতিক দল ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। ছাত্র-ছাত্রীদের কেউ ভাঙচুর করেননি। রাম এবং বাম একত্রিত হয়ে ঘটনা ঘটিয়েছে। কারও হাতে ডিওয়াইএফআই সাদা-লাল ফ্ল্যাগ দেখা গিয়েছে বলেও দাবি করেন তিনি।
আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্র-ছাত্রীদের উপর কোনও রাগ নেই। এআই-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছি না। তাঁদের আন্দোলনকে আমরা সমর্থন করি। তবে কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে ঘোলা জলে মাছ ধরতে এসেছে।
এদিকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারই এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে ফাঁসির দাবি করেছিলেন। শুক্রবার ফাঁসির দাবিতে পথে নামবেন মমতা। এ বিষয়ে তিনি বলেন, আমরা কালকে মিছিল করব ফাঁসির দাবিতে। এর একটাই শাস্তি ফাঁসি দিয়ে দেওয়া। নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। গতকালকের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সে বিষয় মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের অনেকেই মার খেয়েছেন। শান্তির জন্য তাঁরা কাউকে আঘাত করেননি, সাধুবাদ জানাই।
আরও পড়ুন: আরজি করে হামলার ঘটনায় ৩টি মামলা রুজু পুলিশের
পাশাপাশি কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য, আদালত যা ভালো বুঝেছে করেছে। আদালত বলেছে, যাঁরা পরিষেবা দেন, তাঁরা সবাই যেন কাজে যোগ দেন। আমিও আমার তরফ থেকে এই আবেদন করছি। অনেকে পরিষেবা না পেয়ে গ্রামের মানুষের ফিরে যাচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: