কলকাতা: শনিবার দিল্লির উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সঙ্গে নিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেব। বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাবো। আমি জেনেছি হেমন্ত সোরেনও যাবেন।
পাশাপাশি নাম না করে বাংলা ভাগ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রসঙ্গে মমতা বলেন, একদিকে আর্থিক বঞ্চনা অন্যদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছে। বিজেপি নেতারা বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়।
আরও পড়ুন: আদালতে স্বস্তি সৌমিত্র-র, মামলা খারিজ বিচারপতির
শনিবার নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে গতকাল শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। কেন মমতা তাঁর দিল্লি সফর পিছিয়ে দিলেন বা বাতিল করলেন তা নিয়ে রাজনৈতিক, প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছিল। তবে শুক্রবার দিল্লির উদ্দেশে অভিষেককে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন মমতা।
প্রসঙ্গত, আগে নীতি আয়োগের বৈঠক নিয়ে বিরোধী শিবিরে বিতর্ক তৈরি হয়। কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা আগেই জানিয়ে দেন, তাঁরা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও।
দেখুন আরও অন্যান্য খবর: