skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollআলোচনার পথ খোলা, ই-মেল অপমানজনক, দাবি চিকিৎসকদের
R G Kar Incident

আলোচনার পথ খোলা, ই-মেল অপমানজনক, দাবি চিকিৎসকদের

সাড়ে সাতটা পর্যন্ত মেলের জবাব বা আন্দোলনকারীদের কোনও প্রতিনিধিদল না আসায় নবান্ন ছেড়ে বেরিয়ে যান মমতা

Follow Us :

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করে শেষ পর্যন্ত নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ একটি মেল পাঠানো হয় আন্দোলনরত চিকিৎসকদের কাছে। মেলটি পাঠান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সাড়ে সাতটা পর্যন্ত মেলের জবাব বা আন্দোলনকারীদের কোনও প্রতিনিধিদল না আসায় নবান্ন ছেড়ে বেরিয়ে যান মমতা।

এদিকে আন্দলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে ওই ইমেলকে অপমানজনক বলে অভিহিত করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের যুক্তি, তাদের যে দাবি, তার মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিবের অপসারণ। কিন্তু বৈঠকের জন্য যে মেলটি পাঠানো হয়েছে, তা গিয়েছে স্বাস্থ্যসচিবের ইমেল আইডি থেকেই। ইমেলে লেখা হয়েছে, রেসপেক্টেড স্যার। মনে রাখবেন, এই আন্দোলনে শুধু স্যারের নেই, ম্যাডামেরাও রয়েছেন।

আরও পড়ুন: নবান্নের ইমেল জুনিয়র ডাক্তারদের কাছে, অপেক্ষায় মমতা

RELATED ARTICLES

Most Popular