কলকাতা: কলকাতায় নতুন বিমানবন্দর (Airport) তৈরি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কিন্তু রাজ্য সরকার সেই কাজে সহযোগিতা করছে না। ফলে আটকে রয়েছে কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের পরিকল্পনা। সোমবার সকালে এমনটাই অভিযোগ করেছিলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia )৷ সোমবার বিকালেই এর জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Speaks on Land Acquisition)। তিনি বলেন, ‘জোর করে জমি দখল করবে না সরকার। এই নিয়ে রাজনীতি করছে কেন্দ্র।’
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কলকাতায় সাংবাদিকদের জানিয়েছিলেন, কেন্দ্র কলকাতায় নতুন বিমানবন্দর গড়তে চায়৷ কারণ বর্তমান বিমানবন্দরটি তার সর্বোচ্চ ধারন ক্ষমতা অনুযায়ী চলছে৷ নতুন বিমানবন্দর তৈরির জন্য অনেক চিঠিপত্র এবং পরিকল্পনার আদানপ্রদান হয়েছে৷ কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন যদি তিনি রাজ্যের উন্নয়ন এবং বিকাশ চান তাহলে পরিকাঠামো সংক্রান্ত ফাইলগুলি দ্রুত ছেড়ে দেওয়ার৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমরা তো চাই বাংলা বিমান পরিবহণ ক্ষেত্রে এগিয়ে চলুক৷ কিন্তু এটা রাজ্য সরকারের সাহায্য ছাড়া সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, ফাইলগুলো যেন আটকে না রাখেন৷’
এরপরেই এদিন নির্বাচনী প্রচারে যোগীরাজ্যে (Yogi Adityanath) রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিমানবন্দরের জন্য আরও ১ হাজার একর জমি লাগবে। আমি কি করে জমি দেব? লোকজনের সব ঘরবাড়ি ভেঙে জমি দেব? বিমান পরিবহণমন্ত্রীর রাজনীতি করা উচিত নয়। আমি তাঁদের মত নই যারা কৃষকদের হত্যা করে, জোর করে জমি কেড়ে নেয়।’
আরও পড়ুন- Mamata Akhilesh: জনসমুদ্রে মমতা-বরণ লখনউতে, অখিলেশকে পাশে বসিয়ে কী বার্তা দেবেন নেত্রী
They need 1000 acres of land for another airport in Kolkata. Can I bulldoze existing houses? We can't just evict people. The minister (aviation) shouldn't do politics.I'm not like them who killed farmers:WB CM Banerjee on Centre saying that WB govt not giving land for 2nd airport pic.twitter.com/dfQLZKT11y
— ANI (@ANI) February 7, 2022