শান্তিপুর: বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই প্রসঙ্গকে টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, তাঁকে জেলে ঢোকানো হলেও তিনি বিজেপি-বিরোধী লড়াই থেকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না।
বৃহস্পতিবার শান্তিপুরে এক কর্মসূচিতে তৃণমূলের নেতার গ্রেফতারের প্রসঙ্গ টেনে মমতা বলেন, আমাকে জেলে পুরলেও আামি জেল ফুটো করে বেরিয়ে আসব। যদিও হেমন্ত সোরেনের কথা মুখে আনেননি তিনি। মমতার ওই বক্তব্যকে কটাক্ষ করে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়। কিন্তু তিনি আর তাঁর দল এবং সরকারের বিসর্জন ঠেকাতে পারবেন না। সময় ঘনিয়ে এসেছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে পূর্বাঞ্চলের দিকে বিশেষ জোর নির্মলার
মমতা আরও বলেছেন, আমরা সব চোর? আর আপনারা সাধু? সব চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। সেই সঙ্গে দলের কর্মীদের প্রসঙ্গেও শান্তিপুরের মঞ্চ থেকে মমতা বলে দেন, আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয়। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। তাই বলে হাত কেটে দিতে হবে? সামান্য ভগ্নাংশের লোক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু তা বলে গোটা তৃণমূলই চোর নয়।
এদিন শান্তিপুরে মমতা বলেন, সিপিএম গত ৩৪ বছর ধরে অত্যাচার করেছে। কত মানুষকে খুন করেছে। গত মহিলাকে ধর্ষণ করেছে। কত লোকের ধোপা, নাপিত বন্ধ করে দিয়েছে। ওদের আমি ক্ষমা করতে পারব না। সেই সিপিএমের হাত ধরেছে কংগ্রেস। সিপিএমকে তিনি বিজেপির দালাল বলেও কটাক্ষ করেন।