কলকাতা: নোংরা ফেলার প্রতিবাদে শহরে চলল গুলি (Gun Shot)। নোংরা ফেলা নিয়ে বাকবিতণ্ডা, অশান্তি। রাগের বশে স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। মঙ্গলবার রাত ঘটনাটি কসবা (kasba) এলাকার বৈকুণ্ঠপুরে। তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বৈকুণ্ঠ ঘোষ রোডের স্থানীয় একটি ক্লাবের সামনে সৌমিত মণ্ডল নামে এক ব্যক্তি ময়লা ফেলতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে বারণ করেন রাস্তার উপর ময়লা ফেলতে। আবর্জনা ফেলা নিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর থেকে কথা কাটাকাটি শুরু হয়। এরপর তিনি রাগের বশে বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন তিনি। ক্লাবের ভিতরে থাকা ঘটনাস্থলে আসেন কসবা থানার পুলিশ।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে দুটি পরীক্ষা? প্রস্তাব সংসদের
অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ওই বাসিন্দা। প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলির আঘাতে কেউ আহত হননি বলেও স্থানীয়দের দাবি। বুধবার সকাল পর্যন্ত ওই ফ্ল্যাটটি পুলিশি ঘিরে রেখেছে। বন্দুকের লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।