কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিনের নির্দেশ দেন। তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে হাইকোর্টের নির্দেশ, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সাহায্য করতে হবে। ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না তিনি।
আরও পড়ুন: সাতসকালেই সন্দীপ ও ঘনিষ্ঠদের বাড়ি-অফিসে ইডির হানা
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করেছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেনি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক। ফলে বৃহস্পতিবার হাই কোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনও বাধা রইল না তাঁর। গত ২৯ অগাস্ট মানিকের জামিন-মামলার শুনানি শেষ হয় হাইকোর্টে।
দেখুন আরও অন্যান্য খবর: