কলকাতা: সকালের ব্যস্ত সময়ে বিগড়ে গেল কলকাতা মেট্রোর (Kolkata Metro) সবথেকে গুরুত্বপূর্ণ ব্লু লাইন (Blue Line)। অফিস টাইমে এই ঝঞ্ঝাটে চরম দুর্গতির শিকার নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকাল পৌনে নটায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার ফলে দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে গিরীশ পার্ক (Girish Park) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শহরতলি থেকে অগুনতি মানুষ এই সময় মেট্রো ধরে কলকাতায় অফিস-কাছারি, স্কুল-কলেজে যান। তাঁরা অসহায়ের মতো দক্ষিণেশ্বর কিংবা দমদম স্টেশনে (Dum Dum) অপেক্ষা করছেন।
আরও পড়ুন: মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া (Noapara) স্টেশনের মাঝের অংশে ৭৫০ ভোল্ট বিদ্যুতের অভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। যান্ত্রিক গোলযোগের মাশুল গুনতে হচ্ছে সাধারণ নিত্যযাত্রীদের। সোমবারও ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। অন্তত ঘণ্টাখানেক দেরি হয় স্বাভাবিক হতে। যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করেন সময় বাঁচানোর জন্য, সেই সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে তাঁদের।
দেখুন অন্য খবর: