কলকাতা: রাজ্যে হালকা শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার ঝলমলে আকাশ। রবিবার কালীপুজো। বৃষ্টির কোনও পুর্বাভাস থাকছে? এই প্রশ্ন এখন সবারই। কী বলছে আলিপুর? আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার সারাদিন হালকা শীতের আমেজ থাকবে। তবে আগামীতে ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রার পারদ।
এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো ও ভাইফোঁটায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে উৎসবের দিনে ঠান্ডার আমেজ বজায় থাকবে।
আরও পড়ুন: উপত্যকায় ৮৫ কোটির আর্থিক যোগ সন্ত্রাসবাদে মদত দেওয়া ব়্যাকেটের
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মোটামুটি ভাইফোঁটার পরই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার আগে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসময় কোনও কোনও জেলায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের নীচের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে না। আগামী সপ্তাহ থেকে শীত আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দেখুন আরও অন্যান্য খবর: