কলকাতা: আনিসের হত্যাকারীরা এখনও শাস্তি পায়নি। তারা শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মঙ্গলবার জেল থেকে মুক্ত হওয়ার পর একথা জানিয়ে দিলেন সিপিএমের যুব ব্রিগেডের দাপুটে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। টানা ১০ দিন জেলে ছিলেন। সোমবার জামিন হলেও জেল থেকে বেরোতে পারেননি। অবশেষে মঙ্গলবার জেল থেকে ছাড়া পেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়সহ ১৫ জন। জেল থেকে বেরিয়েই কড়া হুঁশিয়ারি দিলেন। জানালেন, আনিস হত্যাকাণ্ডের সুবিচার না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে রাজ্য রাজনীতি।এরপরই আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া (Howrah) গ্রামীণ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল SFI-DYFI-এর। ওই কর্মসূচিতে জনতা-পুলিসের খণ্ডযুদ্ধ বাধে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেফতার করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়সহ ১৫ জনকে। সেই থেকে জেল হেফাজতেই ছিলেন গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের সিপিএম প্রার্থী।
বিক্ষোভ আন্দোলনে গ্রেফতার হয়ে এতদিন জেল হেফাজতে থাকার নজির খুব বিশেষ নেই। যে কারণে মীনাক্ষী-সহ ১৫ জনের জেলবন্দি থাকার বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এদিন কলকাতার আলিপুর সংশোধনাগার থেকে বেরোনোর পর তাঁকে নিয়ে মিছিল করার চেষ্টা করে যুব ফেডারেশন। কিন্তু রাসবিহারী মোড়ে তাঁদের পথ রোধ করে পুলিস।
সেখান থেকে কয়েকজনকে আটক করেও নিয়ে যায়। কিন্তু কোনও অবস্থাতেই দমানো যায়নি মীনাক্ষীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, আনিসের হত্যাকারীরা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একই দিনে হাওড়া জেলা সংশোধনাগারে বন্দি যুব কর্মীরা মুক্তি পান। তাঁদের নিয়ে মিছিলও বেরোয় শহরে।