Friday, July 18, 2025
HomeকলকাতাKIFF 2022: ‘দ্বিতীয়’ নন্দন রাধা স্টুডিয়োতেও সিনেমার পর্দা উঠবে, ঘোষণা মমতার

KIFF 2022: ‘দ্বিতীয়’ নন্দন রাধা স্টুডিয়োতেও সিনেমার পর্দা উঠবে, ঘোষণা মমতার

Follow Us :

কলকাতা: শীঘ্রই আরও একটি সিনেমা হল পাচ্ছে শহর কলকাতা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দনের মতো রাধা স্টুডিয়োতেও প্রতিদিন সিনেমা দেখানো হবে। চলচ্চিত্র উৎসব শেষ হলেই সিনেমা হল হিসেবে পথচলা শুরু হবে রাধা স্টুডিয়োর।

মমতা বলেন, ‘আমরা বারুইপুরে টেলি অ্যাকাডেমি গড়ে তুলেছি। ১০ একর জমির উপর ১৩২.৫০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে। এখানে সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। এখানে শ্যুটিংও করা যেতে পারে। চলচ্চিত্র শিক্ষার প্রসারে এটি ব্যবহার করা হবে।’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘টালিগঞ্জে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত রাধা স্টুডিয়োর সংস্কার করা হয়েছে। চলচ্চিত্র শতবর্ষ ভবন নামে এটা পরিচিত। এখানে চলচ্চিত্র শিক্ষার গবেষণার কাজ হবে। এটা পূর্ব ভারতের প্রথম ফিল্ম আর্কাইভ। পুরনো ছবির রিল সংরক্ষণের উদ্দেশে জোরকদমে কাজ চলছে। এই ভবনের পাশে ৬-তলা ভবন তৈরি করা হচ্ছে। সেখানে সিনে মিউজিয়াম তৈরি হবে।’

আরও পড়ুন: Aligarh Murder Case: গুলি করে পাথরে থেঁতলে খুন, ৫ দোষীকে ফাঁসির শাস্তি দিল আদালত

মমতা বলেন, ‘চলচ্চিত্র শতবর্ষ ভবনের রাধা স্টুডিয়োতে আমরা ধারাবাহিক ভাবে চলচ্চিত্র উৎসবের সময় সিনেমা দেখিয়ে এসেছি। উৎসব শেষ হয়ে গেলে ওখানে প্রতিদিন সিনেমা দেখানো হবে। আরেকটা নন্দন পাচ্ছে বাংলার মানুষ। রবীন্দ্র সদন, বাংলা অ্যাকাডেমি চত্বর আমরা সাজিয়ে দিয়েছি। ৩৪ কোটি টাকা খরচ করে টেকনিশিয়ান স্টুডিও তৈরি করা হয়েছে।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39