কলকাতা: শহরের একটি বেসরকারি স্কুলে মৃত্যু হল চার বছরের পড়ুয়ার। শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল সে। স্কুলের কাছাকাছি পৌঁছতেই আচমকা ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলকার থেকে নামার পর থেকেই ওই শিশুর বমি করতে থাকে। স্কুলেও বেশ কয়েকবার বমি করা বলে জানা যায়। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মধ্য কলকাতার একটি নামী বেসরকারি স্কুলে পড়ত ওই শিশু। প্রতি দিন সকালে পুলকারে তাকে স্কুলে পাঠাতেন বাবা-মা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শিশুটি খানিক অসুস্থ ছিল। এদিন পুলকার থেকে নামার পর থেকে কেন তার আচমকা বমি শুরু হল, তা স্পষ্ট নয়। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলকারে যাদের সঙ্গে ওই শিশু ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলবে পুলিশ। যোগাযোগ করা হচ্ছে পুলকারের চালকের সঙ্গেও। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন: এবার নারকো টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে সিবিআই