কলকাতা: শুক্রবার এসইউসির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ এবং বিজেপির দুঘণ্টার কর্মবিরতির আবেদন মোকাবিলায় সক্রিয় রাজ্য সরকার। দুই বিরোধী দলের ওই কর্মসূচিতে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে নবান্ন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বন্ধের কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও একই থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, সেদিকেও নজর রাখা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে। পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে যান চলাচল ঠিক রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৬ অগাস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: আরজি করে হামলার ঘটনায় ৩টি মামলা রুজু পুলিশের
দেখুন আরও অন্যান্য খবর: