কলকাতা: বিজেপির ডাকা বাংলা বনধ্ মানা হবে না বলে জানিয়েদিল নবান্ন। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তায় বাংলার জনগণকে বলা হয়েছে, তাাঁরা যেন বন্ধ পালন না করেন। তাঁরা যেন জনজীবন স্বাভাবিক রাখেন। এমনকি, সরকারি কর্মচারীদেরও নবান্নের নির্দেশ, দফতরে নিয়মমাফিক হাজিরা দেবেন। এ ছাড়া পুজোর সমস্ত দোকান-বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্য জানিয়েছে, এর জন্য কোনওরকম ক্ষতি যদি ব্যবসায়ীদের হয়, তবে সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেবে স্বয়ং রাজ্য সরকার। পাশাপাশি সমস্ত পরিববহণের স্বাভাবিক রাখার জন্যও আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নবান্ন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিক বৈঠকে বলে, আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তির চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের তরফে ছাত্রদের প্রতি সহমর্মিতা আছে। সিবিআইয়ের কাছে তদন্তভার আছে। কিন্তু আজ মহানগরকে ও কাল বাংলাকে স্তব্ধ করার যে চেষ্টা আছে, তা সমর্থন যোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে, বুধবার কোনও বনধ্কে মানা হবে না। সকলকে অনুরোধ, বনধ্ মেনে নেবেন না। ধর্মঘটের নামে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করা বেআইনি। রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে। কারও কোনও ক্ষতি হলে সরকার দেখবে। বেসরকারি বাস সহ সকলের প্রতি অনুরোধ থাকবে। বাংলাকে সচল রাখতে হবে। পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। আগামীকাল জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আলপন।
আরও পড়ুন: তৃণমূল বনধে্ বিশ্বাস করে না, স্পষ্ট বার্তা কুণালের
মঙ্গলবার নবান্ন অভিযানের পরেই বিজেপির তরফে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ্ পালনের ডাক দেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদেই ওই বনধ্ পালন করা হবে। সেই ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
দেখুন আরও অন্যান্য খবর: