কলকাতা : রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই মাসেই বাতিল হতে চলেছে অন্তত ৪৯টি বাস। সেই সময় আসার আগেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বড় ঘোষণা করা হল রাজ্যের উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যসচিবকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করতে হবে। সোমবার দিন বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়।
আরও পড়ুন ঃ ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, বিস্ফোরক সঞ্জয়
দূষণ ঠেকানোর জন্য, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের পক্ষ থেকে বাসের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। দেশের একাধিক হাইকোর্টের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে সব গাড়ির আয়ু পনেরো বছর উর্ধ্বে সেগুলি বাতিল করতে হবে। সেই তালিকার মধ্যে রয়েছে পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটোও।
বাতিলের তালিকায় রয়েছে শহরতলীর বিভিন্ন রুটে ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ কয়েক হাজার বাস। সেই বাস এখনই বাতিল করা যাবেনা বলে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এই মর্মে হাইকোর্টের পক্ষ থেকে মুখ্যসচিবকে চিঠিও দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলন শুরু করেছেন বাসমালিক সংগঠনের একাংশ। তাদের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি। তাই অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাস ভাড়া বৃদ্ধি করতে দিতে হবে নয়ত বাস বাতিলের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
দেখুন অন্য খবর ঃ