কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ৫ সেপ্টেম্বর থেকে মহানায়ক উত্তকুমার থেকে প্রথম মেট্রো পরিষেবা চালু হতে চলেছে সকাল ৬টা ৫৫ মিনিটে। মঙ্গলবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন এই পরিষেবা চালানো হবে। একই দিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি পরিষেবা চালু করা হচ্ছে।
সোম থেকে শুক্র এই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো পরিষেবা চল। কিন্তু বৃহস্পতিবার থেকে ওই শাখায় আরও দু’টি পরিষেবা বাড়ছে বলে জানিয়েছে রেল। সাধারণত সোম থেকে শুক্রবারের মধ্যে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চালু হয় সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও ছাড়ে একই সময়ে।
আরও পড়ুন: রাজ্য সরকারের বিশেষ পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা
তবে মেট্রো পরিষেবা আরও স্বতঃস্ফূর্ত করতে এবং যাত্রীস্বাচ্ছন্দ্য আনতে এ বার মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালানো হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সারা সপ্তাহ ধরে বাকি পরিষেবা যেমন চলে, তেমনই চলবে। সেই সব পরিষেবার সময়সূচিতে কোনও বদল আনা হয়নি।
দেখুন আরও অন্যান্য খবর: