কলকাতা: বৃহস্পতিবার সাত সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউ টাউন ইকোপার্কার কাছে বন্দর মোড় এলাকায়। মদ্যপ অবস্থায় পুলিশ নিগ্রহের অভিযোগ ওঠে এক তরুণ তরুণীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সকাল সোয়া ৭ তা নাগাদ কদম পুকুর মেন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় পরপর দুই সিগন্যাল লাল ছিল। কিন্তু তারপরেও একটি বাইক তীব্র গতিতে ওই ব্যক্তির দিকে আসে। এবং ধাক্কা রাস্তা পারাপার হওয়া ওই ব্যক্তিকে স্বজোরে ধাক্কা মারে। বাইকের ধাক্কার ওই ব্যক্তি ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম গৌতম সরকার (৫০)। তিনি পেশায় মিষ্টিত দোকানের কর্মচারী। গৌতম বাবু ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার পর ট্রাফিক সিগন্যাল অপারেট করার দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক যুবতী নেমে তাকে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: আজই শুনানির সম্ভাবনা
তার পায়ে, হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়। অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যুবতীরাও পালিয়ে যায়। কিন্তু ঘটনার জেরে স্থানীয় লোকেরা ক্ষিপ্ত হয়ে যায় এবং রাস্তায় নামেন।
দেখুন আরও খবর: