কলকাতা: অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার আভিযোগে তদন্ত এনআইএ (NIA)-কে দেওয়ার আবেদন। অভিযোগ, পুলিশ এক্সপ্লোসিভ অ্য়াক্ট প্রয়োগ করেছে। কিন্তু এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইন প্রয়োগ করার কথা। কেন্দ্রের আইনজীবী আদালতকে জানান, সিডিউল অফেন্স হলে কেন্দ্রকে জানানোর কথা। তারপরে কেন্দ্র প্রয়োজনে এনআইএ (NIA) দেবে কি না বিবেচনা করবে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর এই বোমাবাজির ঘটনা ঘটে।
এই মামলায় বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, এনআইএ (NIA) আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্যে এই বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রের কাছে করেছে কি না, আগামী শুনানিতে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। ওই বাড়ির এলাকার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্যকে। ছুটির পরে নিয়মিত বেঞ্চে মামলার পরিবর্তী শুনানি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা সত্ত্বেও কাজলকে না ডেকে অনুষ্ঠান অনুব্রতর?
দেখুন আরও অন্যান্য খবর: