Tuesday, July 8, 2025
HomeCurrent Newsভিকট্রি সাইন নয়, ১,২,৩ মানুষকে ধন্যবাদ দিন : মমতা

ভিকট্রি সাইন নয়, ১,২,৩ মানুষকে ধন্যবাদ দিন : মমতা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক :  ভবানীপুরে রেকর্ড ভোটে জেতার পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভিকট্রি সাইন দেখাবো না তিন আঙুল দেখাবো কারণ আমরা তিনজন লড়েছি।’

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ছিল। সঙ্গে আরও দুই কেন্দ্র অর্থাৎ সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে ছিল নির্বাচন। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী ছিলেন জাকির হোসেন। সমশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। রবিবার এই নির্বাচনের ফল ঘোষণার দিন। সকাল থেকেই  পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই আভাস মিলেছিল। বেলা গড়াতেই ব্যবধান বাড়তে বাড়তে কার্যত আকাশ ছুঁয়েছে।

ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে, শুধু  ভবানীপুর নয়। ভোট হয়েছে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। সেখানে এখনও গণনা চলছে।

আরও পড়ুন – ভবানীপুরে জিতেই তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা মমতার

তবে, এই দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল। ১৭ রাউন্ডের শেষে জঙ্গিপুরের প্রার্থী ভোট পেয়েছেন ৮৮ হাজার ১৭ ভোটে। অন্যদিকে, সামসেরগঞ্জের প্রার্থী ১৮ রাউন্ড গণনার পর ভোট পেয়েছেন ৭৫ হাজার ৮৭৮।

আরও পড়ুন – কোথাও নেই বামেরা, নোটা থেকে এগিয়ে সিপিএমের শ্রীজীব

ফলাফল দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে গেরুয়া শিবিরকে প্রতিটা কেন্দ্রে কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে  এদিন জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে অনেকেই ভিকট্রি সাইন দেখাতে বলছেন। কিন্তু, আমি তা না দেখিয়ে ৩ আঙুল দেখাব। কারণ, সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও আমরা জিতছি। এই জয় আমার একার জয় নয়। ১,২,৩ মানুষকে ধন্যবাদ দিন। মা-মাটি-মানুষের দিন।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39