কলকাতা: একাকিত্বের টান। ৭০ বছরের বৃদ্ধা কালিন্দী মণ্ডল ঝাঁপ দিলেন গঙ্গায়। জোয়ারের প্লাবন দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তাঁর শরীর। জোয়ারের প্লাবন থেকে মোক্ষম মুহূর্তে কালিন্দিকে টেনে তোলে কলকাতা পুলিশের স্পিডবোট। বেঁচে যাওয়ার পরে স্পিডবোটে বসেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ কলকাতার নর্থ পোর্ট থানায় খবর আসে, এক মহিলা নদীর উত্তর দিক থেকে বাবুঘাটের দিকে ভেসে যাচ্ছেন। খবর পাওয়ার দুমিনিটের মধ্যে ইনস্পেক্টর ইন্দ্রনারায়ণ চৌধুরী বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই কর্মীকে নিয়ে একটি স্পিডবোটে বেরিয়ে পড়েন উদ্ধার অভিযানে। কয়েক মিনিটের মধ্যেই তাঁর উদ্দেশে একটি লাইফ রিং ছুড়ে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেন এক বিপর্যয় মোকাবিলাকর্মীও।
আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারাল অস্ত্রের কোপ, পলাতক যুবক
পুলিশ জানিয়েছে, জোয়ার ভাটার সময় অনুযায়ী সাড়ে ১১টা নাগাদ গঙ্গায় জোয়ারের প্লাবন আসার কথা ছিল বাবুঘাটের কাছে। সেই প্লাবনের স্রোতের মুখে পড়লে বৃদ্ধাকে উদ্ধার করা তো দূর, তাঁকে খুঁজেই পাওয়া যেত না।