Tuesday, July 8, 2025
HomeCurrent NewsBangladeshi Arrest: গুলশন কলোনির বাংলাদেশিদের জাল নথি তৈরিতে সাহায্য, নদিয়া থেকে গ্রেফতার...

Bangladeshi Arrest: গুলশন কলোনির বাংলাদেশিদের জাল নথি তৈরিতে সাহায্য, নদিয়া থেকে গ্রেফতার ১

Follow Us :

কলকাতা: পশ্চিম চৌবাগার গুলশন কলোনির (Gulshan Colony) বাংলাদেশী গ্রেফতারের (Bangladeshi Arrest) ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতের নাম বিজয় কুমার রায়৷ তার বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে৷ নদিয়ার কৃষ্ণনগর কোতোয়লি থানার পুলিশ বিজয়ের থেকে কিছু জাল নথিও উদ্ধার করেছে বলে খবর৷ ধৃতকে আদালতে তুলে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷

সপ্তাহ দু’য়েক আগে লখনউ পুলিসের (Lucknow ATS) জঙ্গি দমন শাখার ইনপুট পেয়ে কলকাতা পুলিশ গুলশন কলোনির এল-আটত্রিশ নম্বরের ঠিকানায় হানা দেয়। মোট সতেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। যারা জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বিদেশে পালানোর ছক কষেছিল। যদিও তার আগে তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। বাংলাদেশিরা নিজেদের পেশায় কম্বল বা জ্যাকেটের ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল।

এল-আটত্রিশ নম্বরের ঠিকানায় উঁচু বিল্ডিংয়ের দু’তলার একটি ঘরে থাকতেন ধৃতেরা। একটাই ঘর। লম্বা মতন। এর মধ্যেই গাদাগাদি করে কুড়ি জনের বেশি আবাসিক থাকতেন। যাঁদের অধিকাংশেরই কোনও বৈধ পরিচয় পত্র ছিল না। দেড় মাস ধরে তাঁরা এ খানে থাকতেন। ফ্ল্যাটে একটাই বাথরুম। আর রান্নাঘর। বাড়ির মালিক কওসর। তাঁকে খুঁজছে পুলিশ। প্রশ্ন উঠছে কী ভাবে বৈধ কাগজপত্র ছাড়াই এত জন বাংলাদেশিকে ভাড়া দেওয়া হল? তা হলে কি এই এলাকায় বেআইনি ভাড়া দেওয়ার চল রয়েছে?

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39