কলকাতা: আরজি কর কাণ্ডে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে (TMC MLA Nirmal Ghosh) তলব করেছিল সিবিআই। সোমবার সকাল ১১টায় পানিহাটির বিধায়ক সিজিওতে পৌঁছে যান। এদিন প্রায় সাত ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর থেকে বেরোলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সেখান থেকে বেরিয়ে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলে নির্মল জানান, এ রকম অপরাধ তিনি জীবনে প্রথম বার দেখছেন।
তিনি আরও বলেন, ওইদিন সন্দীপের সঙ্গে দেখা হয়েছিল। তবে কোনও আলোচনা হয়নি। তাঁর আরও দাবি, এ রকম অপরাধ তিনি জীবনে প্রথম বার দেখছেন। দোষীদের কড়া শাস্তির দাবিও তুলেছেন তিনি। আইন আইনের পথ ধরে চলবে। রাজ্য সরকার যে নতুন করে আইন তৈরি করেছে, তা বলবৎ হবেই। যাঁরা এই নারকীয় ঘটনা ঘটালেন, শাস্তি হবেই তাঁদের।
আরও পড়ুন: পুজো পরিক্রমা এবার বিলাসবহুল বাসে, কীভাবে জেনে নিন
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। ওইদিন হাসপাতালে গিয়েছিলেন নির্মল। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
দেখুন আরও অন্যান্য খবর: