কলকাতা: এবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগ মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পাশাপাশি ওই মামলাতেই ধৃত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর তাঁকেও গ্রেফতার করেছে সিবিআই।
প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। তবে ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি বেশি টাকার গয়না উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে এবার পুরুষদের ১০ হাজার টাকা করে দেবে মমতা!
দেখুন আরও অন্যান্য খবর: