কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফের গ্রেফতারের আশঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তাঁকে অন্য মামলায় গ্রেফতার করতে চাইছে সিবিআই। আজই বিচার ভবনে সিবিআই স্পেশাল ১ নম্বর আদালতে পেশ করা হচ্ছে পার্থকে।
ইতিমধ্যে সিবিআইয়ের মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আইনজ্ঞ মহলের মতে, ওই মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা অনুমান করে সিবিআই-এর পক্ষ থেকে নিম্ন আদালতে অন্য মামলায় পার্থকে আদালতে হাজির করার আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্সি জেলে সমন পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিং
দেখুন অন্য খবর: