মঙ্গলকোট: মঙ্গলকোটে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলাল দলেরই বুথ কর্মী। দীর্ঘদিন ওই জায়গা ব্যবহারের টাকা না পাওয়ার কারণে তালা ঝোলানো ও দলীয় প্রতীক মুছে দেয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে কৈচর ফাড়ির পুলিশ ও মঙ্গলকোটের বিধায়ক। জমির মালিককে অর্থাৎ তৃণমূলের বুথ কর্মীকে বুঝিয়ে খুলে দেওয়া হয় পার্টি অফিসটি। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের সঙ্গে অঞ্চল সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরিস্থিতি।
শনিবার সকালে হঠাৎ করে দেখা যায়, মঙ্গলকোটের ধারসোনা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে রঙ দিয়ে প্রতীক কার্যালয়ে থেকে মুছে দিচ্ছেন। পাশাপাশি ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পঞ্চায়েত সমিতির তৃণমূলের জনপ্রতিনিধি মেহবুব চৌধুরীর দাবি, তৃণমূলের কর্মী হলে দলীয় পতাকা খুলে ফেলে দিতেন না। বিষয়টি জেলা সভাপতি ও এলাকার বিধায়ককে জানিয়েছি।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ঢুকতে বাধা অধীরকে
অপরদিকে ক্ষীরগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, এটা কোনও গোষ্ঠীকোন্দল নয়। কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। বিধায়ক ঘটনা মিটিয়ে দিয়েছেন। তৃণমূলের বুথ কর্মী বলেন, আমাকে বলেছিল একটা কাজ করে দেবেন। কিন্তু দীর্ঘদিন হলেও কোনও কাজ করে দেননি। আমার মাটির বাড়িও ভেঙে যাচ্ছে। সেই কারণেই আমি এই ঘটনা ঘটিয়েছি। পরে বিধায়ক বলায় আমি এক বছর সময় দিয়েছি। এ ব্যাপারে এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী কোনও কথা বলেননি।
বিজেপির অভিযোগ, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অঞ্চল সভাপতি সঙ্গে ধারসোনা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। দীর্ঘ দু’মাস ধরে মঙ্গলকোটের নতুনহাটে তৃণমূলের একটি পার্টি অফিস আজও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেই অবস্থা যাতে এই পার্টি অফিসটির না হয় সেই কারণেই এলাকার বিধায়ককে তড়িঘড়ি বিষয়টিকে মীমাংসা করেন।
দেখুন আরও অন্যান্য খবর: