কলকাতা: আমহার্স্ট স্ট্রিট ঘটনায় কোনওমতেই পুলিশ জড়িত নয় বলে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, মৃত ব্যক্তি একটি চোরাই মোবাইল কিনেছিলেন। সেটা বিজেপি নেতার সুপারিশেই তিনি পুলিশের কাছে হ্যান্ডওভার করতে গিয়েছিলেন। সেখানে তদন্ত করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানা তিনি।
তিনি আরও বলেন, তিনি সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু তা ময়নাতদন্ত করলেই বোঝা যাবে। যেখানে খুশি ময়নাতদন্ত করতে পারে। রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে ময়নাতদন্ত করতে পারে। পুলিশের কাছে সমস্ত কল রেকর্ড আছে।
তিনি আরও বলেন, বিজেপি হাইকোর্টে যেতেই পারে। আগের একটি কেসে অমিত শাহকে পর্যন্ত নিয়ে এসেছিলেন। সেখানে প্রমাণিত হয়েছে পুলিশ দোষী নয়। এখানেও তাই প্রমাণ হবে। দিলীপ ঘোষের প্রসঙ্গে কুণালের বক্তব্য, তাঁর কথার কোনও গুরুত্ব নেই। উনি বিজেপিতে আছেন বলে এখনও জেলের বাইরে আছেন। রাজ্য পুলিশ তদন্ত করলে এতদিন জেলে থাকতেন। নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। উনি এখন কোন বিজেপিতে আছেন। শুভেন্দু বিজেপি দিলীপ বিজেপি আন্ত বিজেপি নাকি অনুপম বিজেপিতে?
আরও পড়ুন: বাড়িতে ঢুকে মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন