কলকাতা: ২০০৪ সালের ১৫ অগাস্ট হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের দায়ে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ২০ বছর পর সেই ঘটনার পুনর্বিচার চেয়ে পোস্টার পড়ল কলকাতা প্রেস ক্লাবে, দাবি করা হল সিবিআই তদন্তের। এমনকী আরজি কর কাণ্ডে আন্দোলন করা জুনিয়র ডাক্তারদেরও এ নিয়ে প্রশ্ন করা হল।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয়ের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। বিনা দোষে শাস্তি পেয়েছিল সে, বলেছিলেন এমনটাই। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সেই ধরনেরই পোস্টার পড়ল।
পোস্টারগুলিতে লেখা হয়েছে, “দাবি এক দফা এক, ধনঞ্জয় বিচার পাক”, “জুনিয়র ডাক্তাররা, আপনারা কি আমাদের সঙ্গে যোগ দেবেন?”, “ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলার পুনর্বিচার মঞ্চে স্বাগত”, “আই ওয়ান্ট জাস্টিস, সিবিআই তদন্ত চাই”, হেতাল হম শর্মিন্দা হ্যায়, আপকি কাতিল জিন্দা হ্যায়।”
দেখুন অন্য খবর: