কলকাতা: বঙ্গোপসাগরে এখনও তৈরি হয়নি ঘূর্ণিঝড় দানা। মঙ্গলবার রাতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ক্রমশ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় দানায় পরিণত হতে পারে নিম্নচাপটি। যার জেরে আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্ক প্রশাসন। আর সেই দুর্যোগের মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিশ।
লালবাজারের নির্দেশ, সমস্ত নির্মীয়মাণ বিল্ডিং থেকে ক্রেন সরিয়ে নিতে হবে। বিপদজনক বাড়ি থেকে বাসিন্দাদের নরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কোথায় কোথায় ত্রাণ শিবির করা হচ্ছে, তে দেখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেএমসির সমস্ত বিভাগের সঙ্গে পুলিশকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি কোথাও খোলা তার আছে কিনা, তা চিহ্নিত করে সিইএসসির সঙ্গে যোগাযোগ করতে বলেছে কলকাতা পুলিশ। প্রত্যেকটি ডিভিশনে একটি করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। এর মধ্যে লালবাজারে থাকবে ২টি টিম ও পিটিএসে থাকবে একটি। শহরের একাধিক হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বুধবার লালবাজারে ইউনিফায়েড কমান্ড কন্ট্রোল রুম খোলা হবে। সেখানে ডিএমজি, কেএমসি, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী, সিইএসসি সহ সমস্ত বিভাগের আধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হল গভীর নিম্নচাপ