পানিহাটি: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের সময় তাঁর বাবা-মায়ের সঙ্গে ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়, এমনই দাবি করলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে।
জানা গিয়েছে, এই সঞ্জীব ওই নির্যাতিতা চিকিৎসকের ওয়ার্ডের ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সিপিএমের কাউন্সিলর ছিলেন। সূত্রের খবর, এই সঞ্জীব নিহত চিকিৎসকের বাবাকে টালা থানায় নিয়ে গিয়েছিলেন এফআইআর করাতে।
এদিকে রবিবার সিবিআই দফতর থেকে বেরনোর সময় বিস্ফোরক দাবি করেন আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস। তিনি বলেন, তরুণীর দেহ উদ্ধারের দিন ময়নাতদন্ত দ্রুত করানোর জন্য এসেছিল প্রবল চাপ। তরুণীর কাকা পরিচয় দিয়ে কোনও প্রাক্তন কাউন্সিলর হুমকি দিয়ে বলেছিলেন, এদিনই ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেবে। তবে কে এই কথা বলেছিলেন তা বলতে পারেননি ওই অধ্যাপক। তারপরই তৃণমূল কাউন্সিলর সোমনাথের এই মন্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা। কাকা পরিচয় দিয়ে কি তাহলে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবই ছিলেন?
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। কেন ময়নাতদন্ত দ্রুত করে দেহের শেষকৃত্য করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন এরকম গুরুত্বপূর্ণ ঘটনায় দেহ সংরক্ষণ করা হয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই ঘটনায় চাঞ্চল্যকর দাবি ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপকের।